পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ জুলাই: জাতীয় সড়কে এক ট্যাঙ্কারকে ঘিরে আতঙ্ক! ট্যাঙ্কার থেকে ঝরে পড়ছে বিষাক্ত অ্যাসিড। খড়্গপুর থেকে বালেশ্বরগামী জাতীয় সড়কে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে অ্যাসিড। ট্যাঙ্কার থেকে অনর্গল বের হতে থাকে হলুদ অ্যাসিড। স্বাভাবিকভাবে জাতীয় সড়কের উপর এমন এক ভয়াবহ ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন।
জানা গিয়েছে, বালেশ্বর থেকে খড়্গপুরগামী ১৬ নং জাতীয় সড়কের উকুনমারি এলাকায় একটি অ্যাসিড ট্যাঙ্কার লিকেজের ঘটনা ঘটে। স্বাভাবিকভাবে অনর্গল বেরতে থাকে ধোঁয়া। বেরোলতে থাকে হলুদ রংয়ের অ্যাসিড। মুহূর্তের মধ্যে গোটা এলাকা ঢেকে যায় ধোঁয়ায়। স্থানীয়দের দাবি, রাস্তার একটি ধারে কাদায় আটকে গিয়েছিল এই ট্যাঙ্কারটি। তাতেই একটি ক্রেন দিয়ে টানার চেষ্টা করলে হঠাৎ এই ট্যাঙ্কের ভাল্ভ খুলে যায়। এরপরই বেরতে থাকে এই বিষাক্ত অ্যাসিড।
মঙ্গলবার দুপুরে এই ঘটনায় এলাকায় বেশ আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।