আমাদের ভারত, হলদিয়া, ৭ মে: পশ্চিমবঙ্গের অন্যতম শিল্পনগরী হলদিয়া। শিল্পনগরী হলদিয়াতে অনেকগুলি কেমিক্যাল এবং গ্যাস নির্ভর কারখানা আছে। আর তাই বিশাখাপত্তনমের গ্যাস দুর্ঘটনার বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনায় রীতিমতো আতঙ্কিত হলদিয়া শিল্পাঞ্চলের বাসিন্দারা।
হলদিয়ায় ছোট-বড় অনেক শিল্পসংস্থা আছে। এই শিল্পসংস্থা গুলির মধ্যে এমন বেশ কয়েকটি কারখানা রয়েছে যেখানে বিভিন্ন রাসায়নিক ও গ্যাসের ব্যবহার হয়। গত ১৫ফেব্রুয়ারি এক শিল্পসংস্থায় গ্যাস লিক হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। পুলিশ প্রশাসনের তৎপরতায় সে যাত্রায় বড়সড় দুর্ঘটনা আটকানো গেলেও বিশাখাপত্তনমে আজকের ঘটনার পর রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষ।
বিশাখাপত্তনমের ঘটনার জেরে আজ পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পার্থ ঘোষ হলদিয়ার সমস্ত শিল্পসংস্থাকে নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও কারখানা নিরাপত্তা আধিকারিককে নির্দেশ দিয়েছেন। সমস্ত নিরাপত্তার দিকটি ভালো করে খতিয়ে দেখে শিল্পসংস্থাগুলির কর্তৃপক্ষকে নিরাপত্তার বিষয়গুলোর প্রতি সঠিক নজর দিতে বলেছেন তিনি।