স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর: চলন্ত ট্রেনে আচমকাই আগুন। ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ট্রেনের যাত্রীদের মধ্যে। সেমবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে বিহারের তেলতা থেকে রাধিকাপুরগামী ডিএমইউ ট্রেনে।
জানাযায় এদিন দুপুরে রাধিকাপুরগামী ট্রেনটি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের বাহিনের মাকড়া এলাকায় পৌঁছতেই ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। এদিকে বিষয়টি লক্ষ্য করে আতঙ্কে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন অনেক যাত্রীই। যার জেরে বিক্ষিপ্ত ভাবে আহত হন বেশ কয়েকজন যাত্রী। পরিস্থিতি বেগতিক দেখে সেখানেই ট্রেন দাঁড় করিয়ে দেন চালক। এরপর একে একে সমস্ত যাত্রীরাই নেমে আসেন কামড়া থেকে। খবর দেওয়া হয় দমকলে। তবে দমকল আসতে দেরি হওয়ায় এলাকার লোকজন তৎপরতার সাথে বালতি করে জল নিয়ে এসে ইঞ্জিনের আগুন নেভানোর চেষ্টা করে। যদিও পরবর্তীতে দমকল ও রেলের ইঞ্জনিয়াররা গিয়ে পরিস্থিতি সম্পূর্ণরূপে স্বাভাবিক করে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।
রায়গঞ্জের স্টেশন মাস্টার রাজু কুমার বলেন, ট্রেনটি কাঁচনা স্টেশন পার করে বাহিনে আসতেই এই বিপত্তি দেখা দেয়। যদিও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। যাত্রীদের কারও কোনো ক্ষতি হয়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।