গোপাল রায়, আরামবাগ, ৪ নভেম্বর: হনুমানের কামড়ে আহত হল বেশকয়েকজন। ঘটনাটি ঘটেছে আরামবাগ মহকুমা হাসপাতাল চত্বরে। আহতদের মধ্যে একজনকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসীদের অভিযোগ, গত কয়েকদিন ধরে হাসপাতাল চত্বর এলাকায় হনুমানের দৌরাত্ম্য বেড়েছে। গত কাল ও আজ হুনুমানের তান্তবে এক পুলিশ কর্মী আহত হয়। তার হাতে আঁচড়ে দেয়। আহত হয় অনেক অ্যাম্বুলেন্স কর্মী। হনুমানের তান্তবে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে হাসপাতালের মধ্যে। স্থানীয় বাসিন্দা আইনাল মল্লিক নামে এক ব্যক্তি বলেন, এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন। আমার চাই দ্রুত সমস্যার সমাধান হোক। স্বাভাবিক পরিবেশ ফিরে আসুক। এই হনুমানের অত্যাচারে অত্যাচারিত হচ্ছি। বনদপ্তরের পক্ষ থেকে হনুমানগুলিকে না নিয়ে গেলে এলাকার মানুষকে আতঙ্কে দিন কাটাতে হবে।
অন্যদিকে বুধবার বনদপ্তরের পক্ষ থেকে খাঁচার ফাঁদ রাখা হয় আরামবাগ মহকুমা হাসপাতাল চত্বরে।