স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৩ জুন: অজানা জন্তুর পায়ের ছাপে বুধবার আতঙ্ক ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অজিতবাস কলোনি এলাকায়। বুধবার সন্ধ্যার দিকে এলাকার এক চাবাগানে বেশ কয়েকটি কুকুরকে ভয়ে ছোটাছুটি করতে দেখতে পায় স্থানীয় কয়েকজন যুবক। সেখানে গিয়ে দেখতে পায় গোটা চা বাগান জুড়ে রয়েছে এক অজানা জন্তুর পায়ের ছাপ। ঘটনা জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়ে এলাকার বাসিন্দারা।
এরপর স্থানীয় পঞ্চায়েত সদস্যকে জানান বাসিন্দারা। সেই পায়ের ছাপগুলি বাঘের হতে পারে বলে অনুমান স্থানীয়দের। খবর দেওয়া হয় বনদফতরেও। পায়ের ছাঁপগুলি বাঘের না অন্যকোনও জন্তুর তা খতিয়ে দেখছে বনদপ্তরের আধিকারিকরা।
বিভাগীয় বন আধিকারিক কমল সরকার জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই চোপড়া রেঞ্জের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। তবে পায়ের ছাপগুলো বাঘের কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আবেদন জানিয়েছেন তিনি।