ঝাড়গ্রামে অজানা জন্তুর পায়ের ছাপে আতঙ্ক

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৬ আগস্ট: 
ঝাড়গ্রামের পুলিশ সুপারের দপ্তরের ঢিলছোড়া দূরত্বে অজানা জন্তুর পায়ের ছাপ শহরে আতঙ্ক ছড়িয়েছে। বনদপ্তরের কর্মীরা অজানা বন্য জন্তুর পায়ের ছাপ সংগ্রহ করে পরীক্ষা করছেন। ঝাড়গ্রাম শহরের কদমকানন এলাকায় পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন জঙ্গল পথে মিলেছে জন্তুটির পায়ের ছাপ। স্থানীয় বাসিন্দারা তা দেখার পর বনদপ্তরে খবর দেন। দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অজানা বন্য জন্তুটির পায়ের ছাপের নমুনা সংগ্রহ করেন। তবে প্রাথমিকভাবে তারা তা হায়না  কিংবা নেকড়ের পায়ের ছাপ বলে মনে করছেন।

ঝাড়গ্রাম বনবিভাগের আধিকারিক বাসবরাজ হোলেইচি জানিয়েছেন, পায়ের ছাপ দেখে মনে হচ্ছে কুকুর জাতীয় কোনও প্রাণীর পায়ের ছাপ হবে। বছর দুয়েক আগে লালগড়ের জঙ্গলে এরকমই পায়ের ছাপ দেখে রয়েল বেঙ্গল টাইগারের অস্তিত্ব খুঁজে পাওয়া গিয়েছিল। এরপর গত জানুয়ারি মাসে বিনপুর থানা এলাকার লক্ষণপুরের জঙ্গলে বন্য জন্তুর পায়ের ছাপ দেখা গেলে এলাকায় আতঙ্ক ছড়ায়। জঙ্গল থেকে স্থানীয় বাসিন্দাদের শালপাতা কেন্দুপাতা ও কাঠ সংগ্রহ করতে যাওয়া বন্ধ হয়ে যায়। ঝাড়গ্রাম শহরের এই ঘটনায় পাশাপাশি গ্রামগুলির জঙ্গলজীবী মানুষেরাও একইভাবে আতঙ্কিত রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *