Pythons, Bankura, বাঁকুড়ায় লোকালয়ে আজগরের আগমনে আতঙ্ক

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৩ সেপ্টেম্বর: জেলার বিভিন্ন গ্রামে বিশাল আকৃতির রক পাইথন সাপ ঢুকে পড়ায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অন্যদিকে অজগর সাপ নিয়ে আতঙ্ক কমাতে জেলার বন সংলগ্ন গ্রামগুলিতে প্রচারে নেমেছে পরিবেশবাদী সংস্থা মাই ডিয়ার ট্রিজ অ্যান্ড ওয়াইল্ডসের শিল্পী ও সদস্যরা।

উল্লেখ্য, চলতি সেপ্টেম্বর মাসেই ৫টিরও বেশি গ্রামে অজগর সাপ ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। গত ২১ সেপ্টেম্বর খাতড়া বাজারের জনবহুল এলাকা থেকে উদ্ধার হয় প্রায় ৮ ফুট লম্বা ও প্রায় ১৫ কেজি ওজনের এক বিশাল অজগর সাপ। খাতড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বুলা সেনের বাড়ি চত্বরে রাতের অন্ধকারে নজরে আসে সাপটি। জনবসতি এলাকায় রাতের অন্ধকারে বিশাল আকার সাপটি নজরে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকায় ভিড় জমে যায়। পুলিশ ও বনদপ্তরের কর্মীরা দ্রুত এসে অজগরটিকে উদ্ধার করে। পর্যবেক্ষণে রাখার পর সকালে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার পরদিন গত ২০ সেপ্টেম্বর ২০২৫ সোনামুখীর কল্যাণপুরে একটি পোল্ট্রি ফার্ম সংলগ্ন এলাকায় এক বিশাল অজগর বা ইন্ডিয়ান রক পাইথন ধরা পড়ে। সাপটি নজরে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাপটিকে বন দপ্তরের কর্মীরা গভীর জঙ্গলে ছেড়ে দেয়।

গত ১৪ সেপ্টেম্বর সোনামুখী ব্লকের শীতলঝোর এলাকায় একটি পুকুর পাড়ে স্থানীয় বাসিন্দারা একটি অজগর সাপ দেখতে পান। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়তেই সোনামুখী বনদপ্তরের কর্মীরা সাপটিকে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার পর গভীর জঙ্গল ছেড়ে দেয়। গত ১০ সেপ্টেম্বর খাতড়া থানার মুড়াগ্রাম গ্রামে রাতের অন্ধকারে দেখা দেখা যায় এক বিশাল অজগর বা ময়াল সাপ। খাতড়া থেকে আড়কামা যাতায়াতের রাস্তায় মুড়াগ্রাম ঢোকার মুখে সাপটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। কৌতুহলী মানুষের ভিড়ে সেটি প্রায় ৩০ ফুট উঁচু একটি গাছে উঠে যায়। গ্রামবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খাতড়া বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে সাপটি সুস্থ অবস্থায় উদ্ধার করে। চারপাশে ভিড়, কোলাহল ও ইট- পাটকেল ছোঁড়ায় সাপ গাছে উঠে থাকায় উদ্ধার কাজে বেগ পেতে হয় তাদের। শেষ পর্যন্ত গাছ কেটে সাপটিকে নামিয়ে আনেন বনকর্মীরা। গত ৩ সেপ্টেম্বর ২০২৫ গঙ্গাজলঘাঁটির একটি বেসরকারি কারখানা চত্বরে ঢুকে পড়ে একটি অজগর সাপ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। গঙ্গাজলঘাঁটি বনদপ্তরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেয়।

এভাবে জেলার বিভিন্ন জায়গায় অজগর সাপ লোকালয়ে ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে ব্যাপক হারে। পরিবেশবাদী সংস্থাটির পক্ষ থেকে জানানো হয় যে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের এনভায়রনমেন্টাল মিউজিক ফেস্টিভ্যালের সদস্যরা সাপ নিয়ে রটনা ও ঘটনা এবং করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেন। এই শিবিরে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, শুধু অজগর নয় বিভিন্ন প্রজাতির সাপ লোকালয়ে ঢুকে পড়ছে। বনজঙ্গলে মানুষের যাতায়াত বেড়েছে। অতিবৃষ্টিতে এবার বাসস্থান হারিয়েছে অনেক সাপ। বাড়ি, চাষের জমি, পুকুরের পাড় ও রাস্তার ধারের জঙ্গল পুড়িয়ে দেওয়া হচ্ছে। এতে বাসস্থান, খাবার ও নিরাপত্তা হারিয়ে লোকালয়ে এমনকি ঘরে ঢুকে পড়ছে সাপ। তাই সাপ নিয়ে রটনা ও আতঙ্ক কমাতে প্রচার চালানোর জন্য শিল্পীদের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। জেলার বিভিন্ন জায়গায় প্রশিক্ষন শিবির আয়োজন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *