আমাদের ভারত, হুগলী, ৬ নভেম্বর:
ঠাকুরের সোনার গহনা চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পান্ডুয়ায়। ঘটনাটি পাঁচগড়া তোরগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তোরগ্রাম ঘোষ বাড়ির।
পুলিশ সূত্রে জানা যায়, বাড়িতে দুর্গাপূজা হওয়ার কারণে প্রায় সত্তর থেকে আশি বছরের পুরনো রীতি অনুযায়ী ঠাকুরকে সোনার গহনা পড়ানো হত ঘোষ বাড়ির তরফ থেকে। ঠাকুরের এত সোনা ও রুপার গয়না নিয়ে চলে যাওয়ার কারনে ধন্দে বাড়ির লোক থেকে এলাকাবাসীরা। হঠাৎ করে সেই সোনা ও রুপা কে বা কারা রাতের অন্ধকারে লুঠ করেছে । বাড়ির লোকের দাবি প্রায় পনেরো থেকে কুড়ি ভরি সোনা ও দু কেজি রুপো চুরি গেছে। সমস্ত ঘটনার কথা বাড়ির পক্ষ থেকে জানানো হয় পুলিশকে। পাণ্ডুয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে।