অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৫ সেপ্টেম্বর: পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৩ তম জন্মদিন পালন করল সুবর্ণরৈখিক ভাষা চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ ‘আমারকার ভাষা আমারকার গর্ব’।

সোমবার সকালে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদনের পর ফেসবুক গ্রুপের সদস্যরা টিম সুবর্ণ গোপীবল্লভপুরের উদ্যোগে বৈতালপাড়া প্রথমিক বিদ্যালয়, ভোলনপুর প্রাথমিক বিদ্যালয়, ডুমরিয় প্রাথমিক বিদ্যালয়, গোপীবল্লভপুর প্রাথমিক বিদ্যালয় ও নয়াবসান ডোমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রি প্রায়মারি, প্রথম ও দ্বিতীয় শ্রেণির ছাত্র ছাত্রীদের হাতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা বর্ণপরিচয় বই তুলে দেওয়া দেন।

পাশাপাশি এদিন ‘আমারকার ভাষা আমারকার গর্ব’ ফেসবুক গ্রুপের সদস্যরা গোপীবল্লভপুরের বৈতালপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ভ্রাম্যমাণ লাইব্রেরিতে বেশকিছু গুরুত্বপূর্ণ বই তুলে দেন।

