সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৪ মার্চ: এক মাধ্যমিক পরীক্ষার্থীর আত্মহত্যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পাকসারা গ্ৰামে। তালডাংরা থানার অন্তর্গত হাড়মাসড়া অঞ্চলের পাকসারা গ্ৰামের সাথী দুলের দেহ উদ্ধার হয় গ্ৰামের অদূরে শীলাবতী নদীর তীরবর্তী একটি গাছে ঝুলন্ত অবস্থায়। ঘটনাটি আজ সকালে গ্ৰামবাসীদের নজরে আসতেই চাঞ্চল্য দেখা দেয়।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গতকাল মাধ্যমিক পরীক্ষা শেষে স্বামীর সাথে বাড়ি ফিরছিল। অনুমান পথের মধ্যে দুজনের মধ্যে মনোমালিন্য হয়। তারপর বাড়ি না গিয়ে সে নিজের ওড়না গলায় পেঁচিয়ে গাছে ঝুলে আত্মহত্যা করে। খবর পেয়ে তালডাংরা থানার পুলিশ মৃতদেহ তালডাংরা গ্ৰামীন হাসপাতালে নিয়ে যায়।ময়নাতদন্তের জন্য মৃতদেহটি বাঁকুড়া সম্মীলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।