আমাদের ভারত, দার্জিলিং, ২৮ সেপ্টেম্বর: দার্জিলিংয়ে সুদীর্ঘ ২২ বছর পর গ্রাম পঞ্চায়েত ও ৪০ বছর পর পঞ্চায়েত সমিতির নির্বাচন হয়। বৃহস্পতিবার পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সমিতির সভাপতিদের নিয়ে ভানুভবনে একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করেন বিদ্যুৎ, আবাসন, যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন পঞ্চায়েত দফতরে মন্ত্রী প্রদীপ মজুমদার, জিটিএ’র চিফ এক্সিকিউটিভ অনিত থাপা, পঞ্চায়েত দফতরের সচিব পি উলগানাথন, দার্জিলিংয়ের জেলাশাসক ডঃ প্রীতি গোয়েল ও কালিম্পংয়ের জেলাশাসক বালা সুব্রামনিয়াম টি।
সূত্রের খবর, সভায় পরিষদীয় বিভিন্ন আবশ্যিক আইন ও বিধি প্রসঙ্গে আলোকপাত করেন অরূপবাবু ও প্রদীপবাবু।

