পঞ্চায়েতের উপসমিতি গঠনকে কেন্দ্র করে রণক্ষেত্র ঘাটাল, প্রধানকে মারধর, নামলো র‌্যাফ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ সেপ্টেম্বর: পূর্ব নির্ধারিত দিন হিসেবে আজ পশ্চিম মেদিনীপুরের ঘাটালের ইড়পালা গ্রাম পঞ্চায়েতের উপসমিতি গঠন হওয়ার কথা ছিল। আজ সকালে সেই কাজ শুরু হতেই সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূল কংগ্রেস ও বিজেপির কর্মী সমর্থকরা। গ্রাম পঞ্চায়েতের উপসমিতি গঠনকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায়। ভয়ানক সংঘর্ষ বাধে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের সদস্যদের মধ্যে। বিজেপির গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ পঞ্চায়েত সদস্যদের মারধরের অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ। পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিজেপি ও তৃণমূল সমর্থকদের। ভীষণ উত্তেজনা ছড়িয়ে পড়ে ইড়পালা গ্রাম পঞ্চায়েতে।

উল্লেখ্য, এই গ্রাম পঞ্চায়েতে ১৫টি আসনের মধ্যে ৮টি পায় বিজেপি। সাতটি যায় শাসক দল তৃণমূল কংগ্রেসের দখলে। সদস্য সংখ্যায় বেশি হওয়ায় স্বভাবতই বোর্ড গঠন করে বিজেপি। তবে কয়েকদিন আগে বিজেপির এক পঞ্চায়েত সদস্য দলবদল করে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এদিনের সংঘর্ষের ঘটনায় বিজেপির গ্রাম পঞ্চায়েত প্রধান বাসন্তী পোড়ে মারাত্মকভাবে আহত হয়েছেন। পদ্ম শিবিরের আরও কয়েক জন সদস্য আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঘাটাল হাসপাতালে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *