নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৩ এপ্রিল: গ্রামে করোনা নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে আসরে নামছে রাজ্যের পঞ্চায়েত দফতর। কলকাতা সহ রাজ্যের সবকটি পুরসভা করোনা মোকাবিলায় যথেষ্ট তৎপরতা দেখিয়েছে। মারণ করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে এবার পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে রাজ্যজুড়ে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সূত্রের খবর, নবান্ন থেকে শুক্রবার পঞ্চায়েত সচিব এম ভি রাও সব জেলা শাসকদের নির্দেশ পাঠিয়েছেন। নির্দেশে তিনি জানিয়েছেন, পঞ্চায়েত এলাকাগুলিতে সমন্বয় রেখে করোনা মোকাবিলায় সব রকম ব্যবস্থা গ্রহণ করতে হবে। যারা দিন আনে দিন খাওয়া অবস্থায় আছে তাদের চাল, ডাল, আলু পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া দিয়েছেন তিনি। অন্যদিকে পোস্টার লিফলেট বিলি করার জন্য অনুরোধ করা হয়েছে পঞ্চায়েত আধিকারিকদের।