বিশ্বজিৎ রায়, আমাদের ভারত, হাওড়া, ১ মে: করোনার জেরে গৃহবন্দি হবু মায়েদের পাশে দাঁড়ালেন হাওড়া ডোমজুড় থানার শলপ ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান দিপালী পন্ডিত।শুক্রবার নিজে আশা কর্মীদের সাহায্যে এলাকার হবু মায়েদের কাছে গিয়ে পৌঁছে দিলেন চাল, ডাল, আলু, সোয়াবিন, ডিম ইত্যাদি খাদ্য সামগ্রী। সেই সঙ্গে প্রাক মাতৃত্বের পরামর্শও দেন তিনি।মহিলা প্রধানের এ হেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন হবু মায়েরা।
দিপালী দেবী জানান, “অনেকে রোদ, জল মাথায় নিয়ে রেশন তুলতে আসতে পারছেন না বলে তাদের পরিবারের হবু মায়েদের জন্য খাবার এই সময়ে পৌঁছে দেওয়া কর্তব্য বলে আমি মনে করছি।”