পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়ায় আধিপত্য তৃণমূলের

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১১ জুলাই: লোকসভা ও বিধানসভা নির্বাচনে জেলায় তৃণমূল পর্যুদস্ত হলেও পঞ্চায়েতে ঘুরে দাঁড়িয়েছে তৃনমূল। এখনও পর্যন্ত ঘোষিত ফলাফলে তৃণমূল ১৭১৭আসনে জয়ী।এরমধ্য তৃণমূল ৬৬৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে। বিজেপি ৩১৭টি, ৯০টি সিপিএম ও কংগ্রেস ৪টি আসন দখল করেছে।

বিগত লোকসভা নির্বাচনে জেলার দুটি আসন বিজেপি দখল করার পর বিধানসভা নির্বাচনেও জেলার বারোটি আসনের মধ্যে আটটি দখল করে তারা। সেই ফলাফলের নিরিখে পঞ্চায়েতের ফলাফল নিয়ে উৎসুক ছিল রাজনৈতিক মহল। ফলাফলে দেখা যাচ্ছে বিজেপিকে পিছনে ফেলে কয়েক কদম এগিয়ে তৃণমূল।

আজ সকাল থেকেই জেলার ২২টি ব্লকে ভোট গননা চলে। উল্লেখ্য, জেলায় গ্ৰামপঞ্চায়েতে মোট আসন ৩১২৯। পঞ্চায়েত সমিতিতে ৫৬১ এবং জেলা পরিষদে ৫৬টি আসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *