বাগদার পঞ্চায়েত প্রধানের পর্দা ফাঁস, হুমকির মুখে বিষ খেলেন পঞ্চায়েত সদস্য

সুশান্ত ঘোষ, বাগদা, ১১ জানুয়ারি: আবাস যোজনা নিয়ে পঞ্চায়েত প্রধানের দুর্নীতি ফাঁস করায়, হুমকির মুখে পঞ্চায়েত সদস্য। শেষ পর্যন্ত বিষ খেলেন তিনি। এই ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে পঞ্চায়েত সদস্য দিলীপ দাসকে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বাগদা থানার বয়রা পঞ্চায়েত এলাকার। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান অসিত মণ্ডল।

তৃণমূল পঞ্চায়েত সদস্য ও তাঁর পরিবারের অভিযোগ, পঞ্চায়েত প্রধান বলেছিলেন, মালিদহ গ্রামের দুঃস্থ পরিবারদের প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেবেন। তাঁদের কাছ থেকে ২৫ হাজার টাকা নিয়ে তার কাছে জমা দিলে ঘর পেয়ে যাবে। সেই মতো পঞ্চায়েত সদস্য দিলীপ দাস গ্রামের প্রায় ৫০ জন গরিব দুঃস্থ পরিবারের কাছ থেকে টাকা তুলে প্রধানের কাছে জমা দেন। অথচ আবাস যোজনার ঘরের তালিকায় এক জনেরও নাম নেই। গ্রামের মানুষের চাপে পড়ে দিলীপবাবু সেই টাকা প্রধানের কাছে ফেরত চাইতে গেলে প্রধান অসিত মণ্ডল টাকা দিতে অস্বীকার করেন। এরপরই দিলীপবাবু প্রধানের বিরুদ্ধে মুখ খোলেন। সম্প্রতি প্রধানের দুর্নীতির ঘটনা সংবাদ মাধ্যম ও দলের কাছে ফাঁস করতেই, প্রধান তাঁকে খুনের হুমকি দেয় বলে অভিযোগ। প্রধান তাঁকে বলেন, ঘটনাটি নিয়ে বাড়াবাড়ি করলে তার বাড়িতে আগুন লাগিয়ে দেবেন। এছাড়া ভিবিন্নভাবে মানসিক অত্যাচার শুরু করে বলে অভিযোগ। তার পর থেকে পঞ্চায়েতের কোনও মিটিংয়ে ডাকেন না ওই সদস্যকে। তাঁর পাশাপাশি গ্রামের মানুষের টাকা ফেরতের চাপ। এরপরই তিনি বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন।

ওই সদস্য সহ তাঁর পরিবারে পক্ষ থেকে মঙ্গলবার বনগাঁ জেলা পুলিশ সুপারের অফিসে সুবিচার ও টাকা ফেরতের দাবি জানিয়ে প্রধানের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন ৷

স্থানীয় সূত্রে যানা গিয়েছে, তৃণমূলের পঞ্চায়েত প্রধান অসিত মণ্ডল একজন প্রভাবশালী ব্যক্তি। তাঁর বিরুদ্ধে দলের কেউ মুখ খুলতে সাহস পায় না। পঞ্চায়েত সদস্যের স্ত্রীর অভিযোগ প্রধান ও প্রভাবশালী নেতাদের চাপে বিষ খেয়েছেন তাঁর স্বামী। তিনি বলেন, গরিব মানুষের টাকাগুলো ফেরত দিক প্রধান।

অভিযোগ অস্বীকার করে প্রধান অসিত মণ্ডল বলেন, বিজেপির সঙ্গে পা মিলিয়ে আমার বিরুদ্ধে চক্রান্ত করছে ওই মেম্বার। দলে থেকে আমার বিরুদ্ধে মিথ্যা বদনাম দিচ্ছে। আমি দলকে জানিয়েছি, দল ঠিক করবে তাঁকে দলে রাখবে কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *