সুশান্ত ঘোষ, গোবরডাঙ্গা, রাতভর টানা বৃষ্টিতে গোবরডাঙ্গা পুরসভা ও পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়েছে। ঘরের মধ্যে ঢুকে পড়ছে জল। পৌরসভা ও পঞ্চায়েত উদাসীন। উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গার ৮ নম্বর ও ২ নম্বর ওয়ার্ড জলমগ্ন। অন্যদিকে গোবরডাঙ্গার বেরগুম ১ নম্বর কাহার পাড়া এলাকা জলমগ্ন। নিকাশি ব্যবস্থা নিয়ে উদাসীন প্রশাসক এমনই অভিযোগ এলাকাবাসীদের।
স্থানীয় সূত্রের খবর, এমনিতেই আমফান ঝড়ে ভেঙ্গে পড়েছে ঘর। পৌরসভা ও পঞ্চায়েত থেকে সেই ভাবে কোনও ক্ষতিপূরণ মেলেনি। তার উপরে একটানা বৃষ্টিতে গোটা এলাকা জলমগ্ন। ঘরে জল ঢুকে সেখানকার বাসিন্দারা বিপাকে পড়েছেন। ওই জলবন্দি দশার জন্য পুরসভার বেহাল নিকাশি ব্যবস্থাকে দায়ী করে এলাকাবাসীরা সরব হয়েছেন। একটানা বৃষ্টিতে গোবরডাঙ্গার ৩ ও ৮ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা জলবন্দি হয়ে পড়ে। অন্য দিকে বেরগুম ১ নম্বর পঞ্চায়েতের কাহারপাড়া এলাকায় প্রায় ৪০টি বাড়ি জলবন্দি হয়ে পড়েছে। অভিযোগ, দীর্ঘদিন নিকাশি ব্যবস্থার সংস্কার না করা ও পাকা রাস্তা না করার কারণে গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। পৌরসভা ও পঞ্চায়েত থেকে কোনও ব্যবস্থা নিচ্ছে না। আমাদের দাবি, এই জল সরানো ব্যবস্থা করতে হবে। না হলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।
পুরসভার কাউন্সিলর শঙ্কর দত্ত বলেন, “প্রবল বৃষ্টির জন্য ওই সমস্যা হয়েছে। তবে এখনও ত্রাণ শিবির খোলার মতো পরিস্থিতি হয়নি। করোনা আবহের মোকাবিলায় সরকার ব্যস্ত। এই সব ছোটখাটো ব্যপার মানুষকে মেনে নিয়ে চলতে হবে।