আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ১৭ সেপ্টেম্বর: নরেন্দ্র কাপ ফুটবল প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বের খেলায় জয়ী হলো বীরভূমের মহম্মদবাজার থানার পাঁচামি দারবাসিনি একাদশ। তারা সাঁইথিয়া উত্তম একাদশকে চার – শূন্য গোলে পরাজিত করে।

বুধবার বিকেলে রামপুরহাট রেলওয়ে মাঠে খেলা শুরু হয়। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা। ১১ সেপ্টেম্বর খেলা শুরু হয়েছিল। এদিন খেলার শুরু থেকেই পাঁচামি দারবাসিনি একাদশ চাপে রেখেছিল উত্তম একাদশকে। প্রথমার্ধে দশ মিনিটের মাথায় দারবাসিনির হয়ে প্রথম গোলটি করেন লক্ষ্মীরাম হাঁসদা। এরপর প্রথমার্ধেই পর পর তিনটি গোল করে হ্যাট্রিক করেন রাজেশ মারান্ডি। তবে দ্বিতীয়ার্ধে কোনো গোল হয়নি।

খেলা শেষে দুই দলের হাতে পুরস্কার তুলে দেন ধ্রুব সাহা, বীরভূম নরেন্দ্র ফুটবল কাপ আয়োজক সমিতির আহ্বায়ক শ্যামসুন্দর গড়াই, বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী রশ্মি দে প্রমুখ।

