অরণ্য সপ্তাহে আউশগ্রামে তৈরি হল পঞ্চবটি স্মৃতি উদ্যান

জয় লাহা, দুর্গাপুর, ১৮ জুলাই: অরণ্য সপ্তাহে পঞ্চবটি স্মৃতি উদ্যান তৈরী করল বন বিভাগ ও ভারতীয় বনসেবা আধিকারিকদের পরিবার। বৃহঃস্পতিবার বর্ধমান বন বিভাগের গুসকরা বনাঞ্চলের আউশগ্রামে পঞ্চবটি স্মৃতি উদ্যান তৈরী করা হয়।

পঞ্চবটি মুলত বট, অশ্বত্থ, বেল, আমলকি, অশোক এই পাঁচ গাছের সমাহার। এদিন আউশগ্রাম বিট অফিস সংলগ্ন পঞ্চবটি উদ্যান তৈরী হয়। মোট ৩৯ টি চারা গাছ লাগানো হয়। কথিত ত্রেতা যুগে রামচন্দ্র তৈরী করেছিলেন পঞ্চবটি উদ্যান এবং ওই উদ্যানকে পবিত্র মানা হয়। এদিন পঞ্চবটি গাছ লাগানোর পাশাপাশি পরিবেশ সচেতনতা মুলক সাংস্কৃতিক অনুষ্ঠান করে শান্তিনিকেতনের পড়ুয়ারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত প্রধান মুখ্য বনপাল কল্যান দাস, বর্ধমান বিভাগীয় বনাধিকারিক নিশা গোস্বামী, দুর্গাপুর বনাধিকারিক নিলরতন পান্ডা, সহকারি বনাধিকারিক সারদা সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর বনঞ্চলের রেঞ্জার তরুনকান্তি ব্যানার্জি, গুসকরা বনাঞ্চলের রেঞ্জার প্রনব দাস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *