আমাদের ভারত, ২২ নভেম্বর: সরাসরি নাম বলেননি, কিন্তু ঘুরিয়ে হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপয়া বলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আর তার এই মন্তব্যের ফলে আবারও বিপাকে পড়ছেন তিনি। কংগ্রেস সাংসদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানিয়ে এসেছে পদ্ম শিবির। বিজেপির দাবি, রাহুলের মন্তব্য অসম্মানজনক ও লজ্জা জনক।
আসলে বিশ্বকাপ ফাইনালে ভারত হেরে যায়, এবং সেই সময় স্টেডিয়ামে নরেন্দ্র মোদীর উপস্থিতিকে জড়িয়ে মঙ্গলবার একটি বিতর্কিত মন্তব্য করেন রাহুল গান্ধী। রাজস্থানের জালোরে এক জনসভায় রাহুল গান্ধী বলেন, “আচ্ছে ভালে হামারে লড়কে ওয়ার্ল্ড কাপ জিত যাতে, পনৌতি হারাদিয়া (ভারতীয় দলের ক্রিকেটাররা ভালোভাবে বিশ্বকাপ জিতে যেত কিন্তু একজন অপয়া হারিয়ে দিল)।” নিজের বক্তব্যে মোদীর নাম উল্লেখ করেননি প্রাক্তন কংগ্রেস সভাপতি। কিন্তু তার টার্গেট যে মোদী সেটা বুঝতে কারো অসুবিধা হবে না।
কংগ্রেস নেতার বক্তব্যের পরে তীব্র প্রতিক্রিয়া আসে বিজেপির তরফে। কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেন, রাহুলের এই মন্তব্য অসুস্থ মানসিকতা ও অবসাদের ফসল। ৫৫ বছর বয়সী লোক যিনি জীবনে কোনো দিন কাজ করেনি, যার পরিবার পরজীবীর মতো দেশকে লুঠ করে যায়, এটা তার অবসাদের ফসল।
বিজেপি নেতা রবি শঙ্কর প্রসাদ প্রশ্ন তুলেছেন, রাহুল গান্ধী কীভাবে এই কথা বলতে পারেন? তাকে ক্ষমা চাইতে হবে।
কিন্তু এই ঘটনার পরও সোশ্যাল মিডিয়ায় মোদীর বিরুদ্ধে সুর চরিয়েছে কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় পনৌতি ট্রেন্ডিং-এ চলে আসে। তারপরেই রাহুলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে বিজেপি।