আমাদের ভারত, ৮ ফেব্রুয়ারি:শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করবেন বলেই নিজের ছয় বছরের ছেলেকে খুন করলেন মা। রবিবার এই নৃশংস ঘটনাটি ঘটেছে কেরলের পালাক্কাডে। ঘটনার সময় মহিলার স্বামী ও তার বাকি সন্তানরা বাড়িতে থাকলেও তারা কিছুই জানতে পারেননি। অভিযুক্ত এই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।
অন্তঃসত্ত্বা মহিলার নাম শাহিদা। তিনি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষিকা। একই সঙ্গে এই মুহূর্তে তিনি তিন মাসেরা অন্তঃসত্ত্বা ও। জানা রবিবার ভোর চারটে নাগাদ পালাক্কাড পুলিশ স্টেশনে একটি ফোন আসে। ওই মহিলার ছেলেকে খুন করে ফোন করেছিলেন নিজেই পুলিশকে। এমনকি ঘরে গেটের কাছে সে পুলিশের জন্য অপেক্ষাও করছিলেন।
পুলিশ গিয়ে দেখে মহিলার হাতে ক্ষত রয়েছে। আর বাথরুমে পড়ে রয়েছে তার ৬ বছরের ছেলে আমিল। তার দুটি পা বাঁধা, গলা দিয়ে রক্ত বেরিয়ে ভেসে যাচ্ছে বাথরুম। এই ঘটনার সময় বাড়িতে অন্য ঘরে ঘুমাচ্ছিলেন মহিলার স্বামী ও তার বাকি দুই সন্তান। পুলিশ যাওয়ার পরে ঘটনা সম্পর্কে তারা জানতে পারেন।
নিজের সবথেকে ছোটো ছেলেকে শাহিদা খুন করেছে বলে জানিয়েছে পুলিশ। শাহিদার স্বামী পেশায় ট্যাক্সিচালক। জানা গেছে দুদিন আগে প্রতিবেশির কাছে শাহিদা স্থানীয় পুলিশ স্টেশনের নম্বর জোগার করেন। শাহিদার বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে। আল্লাকে সন্তুষ্ট করতেই নাকি সে তার ছেলেকে খুন করে উৎসর্গ করেছে বলে জানিয়েছে ওই মহিলা

