আমাদের ভারত ডেক্স, ২৪ অক্টোবর: টসে জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠালো পাকিস্তান। রবিবার দুবাইয়ের দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস করতে যান ভারত অধিনায়ক বিরাট কোহলি ও পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। টসে জিতে কোহলিদের ব্যাট করতে পাঠায় পাকিস্তান।
যদিও কোহলি বলেন, টসে জিতলে ভারতও ফিল্ডিং করার সিদ্ধান্ত নিতো। কিন্তু প্রথমে ব্যাটিং করাতেও ভারতের কোনও অসুবিধা হবে না। পাকিস্তানকে বড়ো রানের টার্গেট ছুঁড়ে দিতে বদ্ধপরিকর কোহলি ব্রিগেড।
এদিন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি বলেন,
পাকিস্তানকে আমরা একটা লক্ষ্য ছুঁড়ে দেবো। আমরা দুই দিক থেকেই ব্যালেন্স দল। তাই প্রথমে ব্যাটিং করা নিয়ে কোনও সমস্যাই নেই। তবে টসে জিতলে আমরাও বল করতাম। কিন্তু টস কারো হাতে থাকে না। তবে আইপিএলের তুলনায় এবার পিচের চরিত্র কিছুটা আলাদা। পিচে কোনও ঘাস নেই। আমরা পাকিস্তানের বিরুদ্ধে বড় স্কোর ছুঁড়ে দেওয়ার ব্যাপারে আশাবাদী।
বাবর আজম বলেন, আমরা টসে জিতে ফিল্ডিং নিয়েছি। প্রথম দিকে কয়েকটা উইকেট তুলে নিয়ে ভারতীয়দের চাপে রাখাই আমাদের প্রথম লক্ষ্য। আমাদের বোলাররা জানে কিভাবে বিপক্ষ দলকে সমস্যায় ফেলে দিতে হয়। আমরা আমাদের ব্যাটিং লাইন নিয়েও আশাবাদী।