ঘৃন্য চক্রান্ত! কাশ্মীরে সংক্রমণ ছড়িয়ে দিতে করোনা আক্রান্তদের ঢুকিয়ে দিচ্ছে পাকিস্তান

আমাদের ভারত, ২৩ এপ্রিল : করোনা আক্রান্ত লোকজন জম্মু-কাশ্মীরে পাঠিয়ে সংক্রমণ ছড়ানোর ঘৃন্য চক্রান্ত করছে পাকিস্তান। বৃহস্পতিবার এমনটাই দাবি করেছেন জম্মু-কাশ্মীরের পুলিশ প্রধান দিলবাগ সিং। সংঘর্ষবিরতি লঙ্ঘন কিংবা জঙ্গি অনুপ্রবেশতো নিত্যনৈমিত্তিক ঘটনা। কিন্তু এবার করোনা আক্রান্তের ঢুকিয়ে কাশ্মীরের মানুষকে মারণ ভাইরাসের মুখে ঠেলে দেওয়ার চক্রান্ত শুরু করেছে পাকিস্তান বলে জানান তিনি।

উপত্যাকার গণ্ডারবাল গন্ধের জেলায় করোনা আক্রান্তের জন্য কোয়ারান্টিনে সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন দিলবাগ সিং। সেখানেই তিনি বলেন, বেশ কয়েকটা বিষয় দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে উপত্যকায় করোনা আক্রান্তদের ঢোকানোর চেষ্টা করছে পাকিস্তান। আগে জঙ্গি অনুপ্রবেশ করাতো এখন করোনা আক্রান্তদের অনুপ্রবেশ করাচ্ছে তারা।
তাই এই বিষয়ে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

এখনো পর্যন্ত জম্মু-কাশ্মীরে করনা আক্রান্তের সংখ্যা ৪৪০। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই কাশ্মীরের। এদের মধ্যে রয়েছেন তিনজন পুলিশকর্মী। সংক্রমণ ঠেকাতে উপত্যকায় নানাধরনের সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

অথচ এই সংকটময় পরিস্থিতিতেও লাগাতার সংঘর্ষবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান। চেষ্টা চালিয়ে যাচ্ছে জঙ্গী অনুপ্রবেশের। কুপওয়ারা সীমান্ত বরাবর গোলা বর্ষন করছে পাক রেঞ্জার্স। পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *