স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১২ ডিসেম্বর: ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল প্রায় লক্ষাধিক টাকার ধান, পুড়ল দুটি বাড়িও। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার বালিগুড়া গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইসলামপুর দমকল বাহিনীর দুটি ইঞ্জিন। কিন্তু তার আগেই ভস্মীভূত হয়ে যায় দুটি ধানের গোলা সহ দুটি বাড়ির সবকটি ঘর। তবে দমকলের তৎপরতায় আগুন ছড়াতে পারেনি গ্রামে।
জানা গিয়েছে, গভীর রাতে চাকুলিয়ার বালিগুড়া গ্রামের বাসিন্দা আব্দুল খালেক এবং আব্দুল হাকিমের বাড়িতে আগুন লাগে। দ্রুত আগুন লেগে যায় মাঠ থেকে এনে রাখা ধানের গোলার ধানে। স্থানীয় বাসিন্দারা আগুনের লেলিহান শিখা দেখে গ্রামের মসজিদ থেকে মাইকের মাধ্যমে এলাকার মানুষদের আগুন লাগার খবর জানান। স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন আগুন নেভাতে, কিন্তু ততক্ষণে কয়েকটি ধানের গোলা সহ কয়েকটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। সময় মত দমকলের ইঞ্জিন না আসলে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল।