আমাদের ভারত, ১২ ডিসেম্বর: শীতের রাতে শেষ সম্বলটুকুও শেষ হয়ে গেল। রাতের অন্ধকারে ধান জমিতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল মজুত করে রাখা ২ বিঘা জমির ধান। কী ভাবে ধানজমিতে আগুন লাগছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে৷ ধান পুড়ে যাওয়ায় মাথায় হাত কৃষকের। পটাশপুরের খড়াই পশ্চিমসাই গ্রামের ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, খড়াই পশ্চিমসাই গ্রামের কৃষক সুভাষ বেরা অন্যের জমিতে ধার দেনা করে বাদশা ভোগ প্রজাতির ধানের চাষ করেছিলেন। ধাষ ঝাড়াই করে ধান জমিতেই মজুদ করে রেখেছিলেন। রবিবার রাতের অন্ধকারে সেই ধানে আগুন লেগে যায়। পুড়ে ছাই হয়ে গিয়েছে শেষ সম্বলটুকু। ক্ষতি হয়েছে ২০ বস্তা ধান। যার আনুমানিক মূল্য ৫০-৬০ হাজার টাকা। রাজনৈতিক হিংসা, না কী অন্য কিছু তা নিয়ে ধন্দে স্থানীয়রা।
ভোর রাতে খবর পেয়ে জমিতে ছুটে আসে পরিবারের সদস্যরা। শেষ সম্বলটুকু উদ্ধার কাজে হাত লাগায় স্থানীয়রাও। আগুন নেভাতে গিয়ে ঝলসে যায় পরিবারের সদস্য দেবব্রত বেরা। তাকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে, পটাশপুর ২ নং ব্লক তৃনমূলের সভাপতি দুর্গাপদ পাহাড়ি ও স্থানীয় তৃনমূল নেতা কিশোর কুমার বেরা। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।