পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ অক্টোবর: নিম্নচাপের জেরে পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে বৃষ্টির কারণে চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের ধান্যঝাটি থেকে রাইল্যা যাবার গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তাটি ডুবে যায়। রাস্তা ডুবে যাওয়ার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কয়েকটি গ্রামের সঙ্গে। অন্যদিকে বৃষ্টির কারণে রাজ্য সড়কে জল উঠে যান চলাচল বন্ধ হয়ে যায়।
কালিকাপুর- কেশুরুগেড়িয়া রাজ্য সড়কের পিংলাস চাতাল এলাকায় রাজ্য জল উঠে যায়। জলমগ্ন পিংলাস, রাইল্যা, টুকুরিয়া, বালা এলাকা। জলে ডুবেছে ধান ক্ষেত। ক্ষতিগ্রত কৃষি জমি। পিংলাস গ্রামের অঞ্চল সদস্যা পুতুল বাগ দলুই এর তত্ত্বাবধানে এলাকার মানুষের নিয়ে যাওয়া হয় ত্রাণ শিবিরে।