আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১০ জুন: করোনা পরিস্থিতির জন্য প্রত্যন্ত এলাকায় মানুষ যাতে সু-চিকিৎসা পায় তার জন্য ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই ব্লকের খাড়বান্দি গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যামন্দিরে বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে অক্সিজেন পার্লার ও কোভিড ১৯ সহায়তা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোপীবল্লভপুরের বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো।
অক্সিজেন পার্লার ও কোভিড সহায়তা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করে গোপীবল্লভপুরের বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো বলেন, এই এলাকার মানুষ বিশেষভাবে এই কেন্দ্র থেকে উপকৃত হবেন। করোনা আক্রান্ত মানুষদের প্রাথমিকভাবে এখানে চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। এখানে রয়েছে অক্সিজেন কনসেনন্টর সহ বিভিন্ন পরিকাঠামো। সেই সঙ্গে তিনি বলেন, এর আগে কোনও দিন এভাবে প্রত্যন্ত গ্রামে অক্সিজেন পার্লার ও কেভিড সহায়তা কেন্দ্র চালু করা হয়নি। এই প্রথম ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই ব্লকের রামচন্দ্রপুর হাইস্কুলে চালু করা হয়েছে অক্সিজেন পার্লার ও কোভিড ১৯ সহায়তা কেন্দ্র।
আজকের অনুষ্ঠানে বিধায়ক খগেন্দ্রনাথ বাবু ছাড়াও উপস্থিত ছিলেন, গোপীবল্লভ পুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি হিমসাগর সিং ও সহ-সভাপতি কালিপদ সুর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দে সহ আরও অনেকে।