আমাদের ভারত, মেদিনীপুর, ৪ সেপ্টেম্বর: বাড়ির কর্তা করোনায় আক্রান্ত হওয়ায় ১২ দিন ধরে এলাকার মানুষের ঘিরে দেওয়া ব্যারিকেডের মধ্যেই দিন কাটাতে হল মেদিনীপুর শহরের তাঁতিগেড়িয়া এলাকার রজক পরিবারকে। ১২দিন পর আজ শুক্রবার প্রশাসনিক হস্তক্ষেপে এলাকার মানুষ ব্যারিকেড খুলে দেন।
জানাগেছে, গত ২৪ আগস্ট বাড়ির কর্তা রঞ্জিত রজক করোনা আক্রান্ত হলে তাঁকে শালবনী কোভিড লেভেল ৪ হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি বাড়ির অন্যান্য সদস্যদেরও করোনা টেস্টের জন্য লালারস সংগ্রহ করা হয়। কিন্তু বাড়ির সকল সদস্যদের রিপোর্ট নেগেটিভ আসে। অন্যদিকে বাড়ির কর্তা করোনা আক্রান্ত হয়েছে শোনার পরই আতঙ্কে এলাকার মানুষ ঐ পরিবারকে একঘরে করে দেয়। ঘিরে ফেলা হয় রঞ্জিত রজকের বাড়ি। জানিয়ে দেওয়া হয় বাড়ির বাইরে যেন কেউ না বের হয়।

অন্যদিকে গত ২৯ আগস্ট রঞ্জিত বাবুর পুনরায় করোনা টেস্ট হলে রিপোর্ট আসে নেগেটিভ। এরপরই অন্যান্য উপসর্গ থাকায় শালবনী থেকে রঞ্জিত বাবুকে সাধারণ চিকিত্সার জন্য স্থানান্তর করা হয় মেদিনীপুর মেডিক্যালে। গত ৩১ আগস্ট ভোরে মারা যান রঞ্জিত রজক। এই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই এলাকার বাসিন্দারা পরিবারটিকে সম্পূর্ণ ঘরবন্দি করে দেয় বলে অভিযোগ। এলাকারবাসীরা বলেন, মৃতের রিপোর্ট নেগেটিভ না আসা পর্যন্ত ব্যারিকেড ঘেরা থাকবে। যদিও পরিবারকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী এনে দেওয়ার ব্যবস্থা করেন এলাকার মানুষ। তবে মৃত্যুর পর রঞ্জিত বাবুর করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সুত্রে খবর।

