আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৫ জুন: খাদ্য বিভাগের তিন কোটি টাকার চাল বিক্রি করে চম্পট দেয় রাইস মিল মালিক। খাদ্য দফতরের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। ঘটনাটি উত্তর ২৪ পরগণার হাবড়া থানা এলাকার। অভিযুক্ত রাজদীপ রায়কে রবিবার গভীর রাতে বিধাননগরের নারায়ণপুর থানা এলাকা থেকে গ্রেফতার করে হাবড়া থানা পুলিশ। ধৃতকে আজ বারাসত আদালতে তোলা হয়।

পুলিশ সূত্রের খবর, হাবড়া থানার গৌড়বঙ্গ রোডে অবস্থিত রাইস মিলে উত্তর ২৪ পরগণার খাদ্য বিভাগ থেকে গত ২০১৮ সালের এপ্রিল মাসে ধান নিয়ে, তার বিনিময় চাল দেওয়ার কথা ছিল রাইস মিলের মালিক রাজদীপবাবুর। সেই ধান চড়া দামে বিক্রি করে রাইস মিল বন্ধ করে চম্পট দেন রাইস মিলের মালিক রাজদীপবাবু। সেই সময় খাদ্য বিভাগ থেকে রাজদীপবাবুর বিরুদ্ধে হাবড়া থানায় অভিযোগ দায়ের হয়। হাবড়া থানার পুলিশ ঘটনার তদন্ত নেমে সেই সময় তার খোঁজ পাননি। রবিবার গোপন সূত্রে খবর পেয়ে বিধাননগরের নারায়ণপুর থানা এলাকায় তল্লাশি চালিয়ে তার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে হাবড়া থানার পুলিশ।


