আমাদের ভারত, হাওড়া, ১ এপ্রিল: হাওড়ায় করোনা আক্রান্তে মৃত্যুর সংখ্যা বেড়ে ২ হল। গতকাল সকালের পর রাতেই হাওড়া গোলাবাড়ি থানা অন্তর্গত আইএলএস হাসপাতালে আরও একজন মারা যান।
গতকাল রাতে ৫৭ বছরের যে ব্যক্তি মারা যান তাঁর বাড়ি
হাওড়া ময়দান সংলগ্ন মল্লিক ফটকের রাজবল্লভ সাহা সেকেন্ড বাই লেনে। সোমবার জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর তাঁর লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষার রিপোর্ট আসার আগেই মঙ্গলবার সন্ধ্যায় ওই ব্যক্তির মৃত্যু হয়। পরে করোনা পরীক্ষার রিপোর্ট এলে তাতে করোনা পজিটিভ পাওয়া যায়। স্বাস্থ্য দপ্তর ঐ হাসপাতালে স্বাস্থ্যকর্মী ও নার্স–যারা রোগীর সান্নিধ্যে এসেছিলেন তাদের কোয়ারেন্টাইনে পাঠাচ্ছে বলে জানা গেছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই ব্যক্তি সম্প্রতি কোথাও বেড়াতে বা কোনও কাজে রাজ্যের বা দেশের বাইরে যায়নি। তিনি বড়বাজারে একটি মুদি দোকানের মালিক। লকডাউন এর পরেও তিনি মুদির দোকান খুলছিলেন। সেখান থেকে কোনও ভাবে করোনা ছড়িয়ে পড়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। ওই মুদির দোকান থেকে কারা মাল কিনতে আসতো তারও একটি তালিকা তৈরি করার চেষ্টা করছে পুলিশ। আপাতত মৃতের পরিবারের লোকদের কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে।