মুখ্যমন্ত্রীর নির্দেশ মানছে না! জাতীয় সড়ক জুড়ে ওভারলোড লরির ওভারটেক তান্ডব, পতিরামে থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৯ মে: জাতীয় সড়ক জুড়ে ওভারলোড লরির তান্ডব, চলছে ওভারটেকও। প্রতিবাদে রাস্তায় নামল দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি। রবিবার এলাকার বিধায়ক বুধরাই টুডু ও জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরীর নেতৃত্বে একটি বিরাট মিছিল করে পতিরাম থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি নেতৃত্বরা।

যে বিক্ষোভে এদিন অনান্যদের মধ্যে হাজির ছিলেন মালদা বিভাগ প্রমুখ শুভেন্দু সরকার, গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সত্যেন রায়, জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার সহ এক ঝাঁক বিজেপি নেতৃত্বরা। এদিন বিকেলে মিছিলের শুরু থেকেই জাতীয় সড়কজুড়ে ওভারলোড লরিগুলির বিরুদ্ধে শ্লোগান তুলতে দেখা যায় বিজেপি নেতৃত্বদের। মিছিল শেষ করে একটি ডেপুটেশনও দেয় বিজেপি নেতারা। চলে পথসভাও। তাদের দাবি, ওভারলোড আর ওভারটেকের জেরে পতিরাম থেকে ত্রিমোহিনী এলাকার মানুষের নাভিশ্বাস উঠেছে। শুধু তাই নয়, পতিরাম থানার অন্তর্গত পাঁচটি অঞ্চলে প্রচুর আগ্নেয়াস্ত্র মজুত থাকলেও মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে তা উদ্ধারে কোনো তৎপরতা দেখায়নি পুলিশ প্রশাসন। আর যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই এদিন তারা রাস্তায় নেমেছেন।

জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, পতিরাম থেকে ত্রিমোহনী যাবার রাস্তায় ওভারলোড আর
ওভারটেকের জেরে মানুষ চলাচল করতে পারছে না। মুখ্যমন্ত্রীর নির্দেশ এর পরেও আগ্নেয়াস্ত্র উদ্ধার করছে না পুলিশ। বিষয়টি নিয়ে ওসিকে ডেপুটেশন দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *