আমাদের ভারত, জলপাইগুড়ি, ৮ জানুয়ারি: চার মাস ধরে বেতন বকেয়া বিএসএনএল দফতরের জলপাইগুড়ি ডিভিশনের অস্থায়ী কর্মীদের। এর প্রতিবাদে সোমবার নয়াবস্তির বিএসএনএল দফতরে আন্দোলনে সামিল হলেন অস্থায়ী কর্মীরা। এ দিনের আন্দোলনে তৃণমূলের শ্রমিক সংগঠন বিএসএনএল কন্ট্রাক লেবার ইউনিয়ন ও বিএসএনএল ক্যাজুয়াল মজদুর ইউনিয়ন সামিল হয়েছে। দফতরের গেট আটকে তারা বিক্ষোভ দেখান বকেয়া বেতন দেওয়ার দাবিতে।
জানা গিয়েছে, জলপাইগুড়ি বিএসএনএল দফতরে অধীনে রয়েছে জলপাইগুড়ি জেলার পাশাপাশি আলিপুরদুয়ার জেলা। শ্রমিক সংখ্যা প্রায় পাঁচ শতাধিক। সব দফতরে অস্থায়ী কর্মীরা বেতন নিয়মিত পাচ্ছেন না। এর জেরে শ্রমিকরা খুবই সমস্যায় রয়েছে। এদিকে আন্দোলনের জেরে দফতর থেকে গ্রাহক পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। এদিন সকাল থেকে আন্দোলন শুরু হওয়ায় দফতরে আধিকারিক ও স্থায়ী কর্মীরা কেউই অফিসে ঢুকতে পারেননি। বিএসএনএল কন্ট্রাক লেবার ইউনিয়নের সভাপতি স্বপন সরকার বলেন, “একদিকে বেতন কম, অন্যদিকে নিয়মিত বেতন দেওয়া হচ্ছে না। এই কারণে আন্দোলন চলছে।”
এদিকে বিএসএনএল ক্যাজুয়াল মজদুর ইউনিয়নের জেলা সম্পাদক বিকাশ বিশ্বাস বলেন, “সব জায়গায় আন্দোলন হচ্ছে, শ্রমিকরা খাবার পাচ্ছেন না। কিন্তু দফতরের টনক নড়ছে না। ঠিকাদার আমাদের বেতনের টাকা পাচ্ছেন কিন্তু আমাদের বেতন দেওয়া হচ্ছেন না। আমরা চাই এই ঠিকাদারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হোক।”