পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৩ জুলাই: ‘পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়’ এই দাবিতে আজ পাঁশকুড়া মেদিনীপুর ক্যানেল পাড় বস্তি উন্নয়ন কমিটির ডাকে পাঁচ শতাধিক বস্তিবাসীদের অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হয় পাঁশকুড়া ক্যানেল বাজারে। পুনর্বাসনের দাবিতে পাঁশকুড়া সেচ দপ্তরের এসডিও’র কাছে ডেপুটেশন দেওয়া হয়।
অবস্থান মঞ্চে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, সারা বাংলা হকার ইউনিয়নের সভাপতি মধুসূদন বেরা। তিনি বলেন, “গরিব মানুষ আজ ক্যানেল পাড়ে বসবাস করতে বাধ্য হল কেন? সরকারের দায়িত্ব এদের বসবাসের ব্যবস্থা করা। ‘হকার আইন ২০১৪’ লাগু করে এদের পুনর্বাসন দিতে হবে। ‘নিজ গৃহ নিজ ভূমি’ প্রকল্পে এই মানুষদের বাড়ি তৈরি করে দিতে হবে”। এছাড়াও বক্তব্য রাখেন বস্তি উন্নয়ন কমিটির যুগ্ম সম্পাদক কার্তিক বর্মন, সহ সভাপতি মেহেবুব মল্লিক, আন্দোলনের অন্যতম নেতা লক্ষ্মীকান্ত সাঁতরা ও দীপঙ্কর মাইতি। আন্দোলনকে তীব্রতর করতে মেহেবুব মল্লিককে সভাপতি এবং কার্তিক বর্মন ও লক্ষ্মীকান্ত সাঁতরাকে যুগ্ম সম্পাদক করে ৩০ জনের বস্তি উন্নয়ন কমিটি পুনর্গঠিত করা হয়।
নব নির্বাচিত যুগ্ম সম্পাদক কার্তিক বর্মন ও সভাপতি মেহেবুব মল্লিক বলেন, “আমরা গরিব মানুষ। মজুর খেটে, লোকের বাড়িতে কাজ করে কোনরকমে সংসার চালাই। আমাদের জমি জায়গা নেই। আমরা বাধ্য হয়ে এখানে বসবাস করি। আমরা জানি বহু প্রভাবশালী লোক ক্যানেল পাড়ে বিরাট বাড়ি করে আছেন, ব্যবসা করছেন, তাদের কি উচ্ছেদ করা হবে? শুধু গরিব মানুষদের উপরেই জুলুম করা হচ্ছে। যদি বৃহত্তর প্রয়োজনে আমাদের উচ্ছেদ করা হয়, তাহলে আগে আমদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। নাহলে ছোট ছোট ছেলে-মেয়েদের নিয়ে আমরা কোথায় যাব? আগামী দিনে আমরা এসডিও এবং ডিএম- এর কাছে ডেপুটেশন দেব।”