পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৮ আগস্ট: দুয়ারে সরকারের আড়ালে রমরমা দালাল চক্র তপনে। প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে দিনভর সাধারণের পকেট কাটলো দালালরা। অবাধে চললো লক্ষ্মীর ভাণ্ডার থেকে রেশন কার্ডের ফর্ম বিক্রি ও ফর্ম ফিলাপ। নেওয়া হল ২০ থেকে ৩০ টাকাও। খোদ প্রশাসনের নাকের ডগায় এমন ঘটনা চললেও কোনও হেলদোল দেখা যায়নি কর্তৃপক্ষের।
জানাগেছে, তপন ব্লকের বালাপুর হাইস্কুলে দুয়ারে সরকারের দ্বিতীয় প্রক্রিয়া চলছিল এদিন। সকাল থেকে মালঞ্চা পঞ্চায়েতের প্রচুর বাসিন্দা জমা হন এলাকায়। স্কুলের ভেতর ক্যাম্প চললেও বাইরেই বসেছিল দালালদের মেলা। এলাকার বাসিন্দাদের বারান্দা ভাড়া নিয়ে রীতিমতো জেরক্স মেশিন বসিয়ে টেবিল খাটিয়ে দিনভর চলে অসাধু চক্রের এমন ফর্ম বিক্রি। গ্রাম থেকে বাসিন্দারা ছুটে আসতেই তাদের ভুল বুঝিয়ে চলে টাকা আদায় করবার প্রক্রিয়া।
দুয়ারে সরকার কার্যক্রমে সাধারণ মানুষদের সুবিধার্থে প্রতিটি ফর্মের ইউনিক নম্বর বাধ্যতামূলক করার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। অর্থের বিনিময়ে বাইরের কেউ যাতে ওই সব ফর্ম বিলি করতে না পারে তার জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছিল। তার পরেও এদিন তপনের ঘটনা প্রশাসনের ভূমিকা নিয়েই যেন প্রশ্ন তুলে দিয়েছে।
মমতা পাহাড়ি, সনাতন সরেন ও বিজয় মন্ডলরা বলেন, ফর্ম ফিলাপ করে দেবার জন্যও টাকা নিচ্ছে এলাকায় বসে থাকা লোকেরা। যে কোনও ফর্মের জন্যই কুড়ি থেকে ত্রিশ টাকা নিচ্ছে তারা।
মরম ওরাও ও অশোক কুমার লাহা নামে দুই অসাধু চক্রীরা বলেন, তারা বাইরে বসে দুয়ারে সরকারের কাজ করছেন। ফর্ম ফিলাপ ও ফর্মের জন্য ওই টাকা নেওয়া হচ্ছে।
যদিও তপন ব্লকের যুব দপ্তরের অফিসার পার্থ সারথি সাহা বলেন, সম্পূর্ণ বিনামূল্যে তারা সব ফর্ম বিলি করছেন।