জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১ জুলাই: চিকিৎসক দিবসে সবং ব্লকের দশগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বহির্বিভাগ পরিষেবা চালু করা হয়েছে। এর ফলে ওই এলাকার প্রায় তিরিশটি গ্রামের বাসিন্দাদের সাধারণ চিকিৎসার জন্য আর মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হবে না। বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে দশগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এই বহির্বিভাগ চিকিৎসা পরিষেবার উদ্বোধন করা হয়।
জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, আপাতত দুজন চিকিৎসক প্রতিদিন বহির্বিভাগ পরিষেবা দেবেন। বহির্বিভাগের উদ্বোধন উপলক্ষ্যে এদিন একটি অভ্যর্থনা সভারও আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং সবংয়ের বিডিও সহ অন্যান্য জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বহুদিনের দাবিমতো বহির্বিভাগ পরিষেবা চালু হওয়ায় খুশি হয়েছেন দশগ্রাম এলাকার বাসিন্দারা।