TMC, BJP, Medinipur, “অগ্নিমিত্রা পালের উস্কানির কারণে আমাদের কর্মীদের উপর হামলা হয়েছে,” বললেন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ জুন: অগ্নিমিত্রা পালের উস্কানির কারণে আমাদের কর্মীদের উপর হামলা করা হয়েছে। সোমবার দুপুরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ চত্বরে দাঁড়িয়ে দাঁতনে বিজেপি তৃণমূল- সংঘর্ষ প্রসঙ্গে ঠিক এমনই প্রতিক্রিয়া দিয়েছেন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা। সঙ্গে ছিলেন দাঁতন ব্লকের সভাপতি ইফতেকার আলি, মেদিনীপুর পৌরসভার কাউন্সিলর মোজাম্মেল হোসেন।

রবিবার সন্ধ্যায় দাঁতন থানার অন্তর্গত সোলেমানপুর এলাকায় বিজেপি-তৃণমূল সংঘর্ষে ৩ তৃণমূল কর্মী আক্রান্ত হন বলে অভিযোগ। তাদের উদ্ধার করে ভর্তি করা হয় দাঁতন গ্রামীণ হাসপাতালে। সোমবার সকালে তাদের মধ্যে কাজল পাত্র ও হিমাংশু জানা নামে দুই কর্মীকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এর মধ্যে কাজল পাত্রকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও, হিমাংশু জানার অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হবে বলে সোমবার দুপুর নাগাদ জানা গেছে জেলা তৃণমূল সূত্রে।

বেলা ২টো নাগাদ মেদিনীপুর মেডিক্যাল কলেজে জখম কর্মীকে দেখতে এসে, বিজেপি-র রাজ্য সাধারণ সম্পাদিকা তথা মেদিনীপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে কড়া ভাষায় আক্রমণ করেন সুজয় হাজরা। এই ঘটনায় মেদিনীপুরের বিজেপি জেলা মুখপাত্র অরূপ দাস বলেন, তৃণমূল কর্মীরা যারা আহত হয়ে ভর্তি রয়েছেন, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফলে এই ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *