আমাদের ভারত, ৫ আগস্ট: বিপ্লবী অতুল সেনের আত্মবলিদান দিবসে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।
মঙ্গলবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “অগ্নিযুগের বীর বিপ্লবী অতুল সেনের আত্মবলিদান দিবসে জানাই বিনম্র শ্রদ্ধা ও অন্তরের প্রণাম।
দেশমাতৃকার জন্য তিনি তাঁর জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিলেন। তাঁর অদম্য দেশপ্রেম, অপরিসীম সাহস এবং আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে আছে। ভারতবর্ষের ইতিহাসে তাঁর এই বীরত্বপূর্ণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”