পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: রাজ্য সরকারের উদ্যোগে আবারও মানুষের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে প্রশাসনিক পরিষেবা। ‘দুয়ারে সরকার’-এর সাফল্যের পর এবার রাজ্যজুড়ে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচির মাধ্যমে বুথ স্তরে সাধারণ মানুষের সমস্যার সমাধান করা হচ্ছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো, নাগরিকদের ছোটখাটো সমস্যার দ্রুত এবং কার্যকর সমাধান নিশ্চিত করা। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচির মাধ্যমে বুথ স্তরে সাধারণ মানুষ নিজেদের এলাকার সমস্যা নিয়ে সরাসরি অভিযোগ জানাতে পারবেন।
আজ ২রা আগস্ট থেকে এই কর্মসূচি শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। আজ জেলা শাসক, পশ্চিম মেদিনীপুর এবং জেলা পুলিশ সুপার শালবনী ব্লকের শালবনী কানাইলাল প্রাথমিক বিদ্যালয় সহ জেলার বেশ কয়েকটি জায়গায় এই কর্মসূচি পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা শাসক (পঞ্চায়েত), সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। কর্মসূচি পরিদর্শনের পাশাপশি সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন জেলা শাসক। আগামী ৩রা নভেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি।