পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ আগস্ট: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরই রাজ্যজুড়ে শুরু হয়েছে “আমাদের পাড়া, আমাদের সমাধান” কর্মসূচি।
শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের ১০ নম্বর কর্ণগড় গ্রাম পঞ্চায়েতে “আমাদের পাড়া, আমাদের সমাধান” ক্যাম্পের আয়োজন করা হয়। এই ক্যাম্পে উপস্থিত ছিলেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক সুজয় হাজরা সহ গ্রাম পঞ্চায়েতের প্রধান ও ব্লক প্রশাসনের আধিকারিকেরা। মূলত এই ক্যাম্পের মধ্যে দিয়ে এলাকার রাস্তাঘাট, পানীয় জলের সমস্যা সহ বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হয়।