আমাদের ভারত, ৪ ডিসেম্বর: “ভারতীয় নৌবাহিনী দিবসে আমি আমাদের সামুদ্রিক সীমানার সমস্ত সজাগ অভিভাবক এবং তাঁদের পরিবারকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই৷”
বুধবার এই ভাষায় শ্রদ্ধা জানান বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি এক্সবার্তায় লিখেছেন, “আমাদের নৌবাহিনী বীরত্ব এবং অতুলনীয় শক্তির একটি অসাধারণ প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে৷ ভারত-পাকিস্তান ১৯৭১ যুদ্ধের সময়, এই দিনেই ভারতীয় নৌবাহিনী করাচি বন্দরে ‘অপারেশন ট্রাইডেন্ট’ নামে নৌ আক্রমণ চালায়। এর ফলে ‘পিএনএস খাইবার’ সহ ৪টি পাকিস্তানি জাহাজ ধ্বংস এবং কয়েক শতাধিক পাকিস্তানি কর্মী নিহত হয়। উল্লেখযোগ্যভাবে, অভিযানে ভারতীয় পক্ষের কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।