শ্রীরূপা চক্রবর্তী, আমাদের ভারত, ৩১ আগস্ট: অন্য দল থেকে আসা কোনো নেতাই আর বঙ্গ বিজেপিতে স্থান পাবে না। তবে যে কোনো দলের নিচুতলার কর্মীদের স্বাগত জানানো হবে। আজ সাংবাদিক বৈঠকে এমটাই জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
তৃণমূল সহ একাধিক দল থেকে একটা সময় বহু নেতাই বিজেপিতে যোগ দিয়েছেন। কিন্তু এবার সেই দিন শেষ। অন্য কোনো দলের নেতাদের এবার আর বিজেপিতে ঠাঁই হবে না বলে স্পষ্ট করে জানিয়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কথায়, “আমরা কর্মীদের নিতে চাই। নিচুতলার কর্মী যারা অন্যান্য দল থেকে আসতে চান তাদের আমরা নিতে চাই। তাদের জন্য আমাদের দরজা খোলা আছে। নেতাদের নিয়ে আমরা এই মুহূর্তে কিছু ভাবছি না।”
বঙ্গ বিজেপির এই সিদ্ধান্তের একাধিক কারণ রয়েছে বলে মনে করা হচ্ছে। তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নেতার সংখ্যা নেহাত কম নয়। একুশের নির্বাচনের আগে অনেকেই শিবির বদল করে বিজেপিতে গিয়েছিলেন। আবার নির্বাচনের পরে অনেকে ফিরে এসেছিলেন। তখন কোনো রকম ছাকনি ব্যবহার করেনি পদ্ম শিবির। কিন্তু সাম্প্রতিককালে বিভিন্ন তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই দুর্নীতির অভিযোগে কোনো অভিযুক্ত নেতা যাতে বিজেপিতে নাম লেখাতে না পারে সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপি বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে তৃণমূলের নেতারা বার বার বলছেন বিজেপিতে যোগ দিলেই ওয়াশিং মেশিনে সব দুর্নীতি ধুয়ে যাচ্ছে। তাই পদ্ম শিবিরের এই সিদ্ধান্তে তৃণমূলের এই অভিযোগ আর ধোপে টিকবে না। সাথে রাজ্যের সাধারণ মানুষের সামনে দলের ভাবমূর্তি উজ্জ্বল হবে যা আগামী দিনে নির্বাচনে কাজে দেবে।

