আমাদের ভারত, পশ্চিম বর্ধমান, ৭ ডিসেম্বর: পোষ্ট অফিসে আধারকার্ড সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধানে নামল আসানসোল হেড পোষ্ট অফিস। ইদানিং পোস্ট অফিসে আধার কার্ড করাতে এসে এক শ্রেণির অসাধু ব্যক্তিদের খপ্পরে পড়ছে সাধারণ মানুষ, এমনটাই অভিযোগ আসছিল কিছু দিন ধরে। এছাড়া আধার কার্ড করার জন্য পোষ্ট অফিস গুলোর সামনে গভীর রাত থেকে লাইন পড়তে দেখা যেত বিভিন্ন সময়ে।
মঙ্গলবার আসানসোল হেড পোষ্ট অফিসে এক সাংবাদিক বৈঠকে নতুন দায়িত্ব প্রাপ্ত এসএসপি ও এসএইচ নাবি সাহেব বলেন, পোষ্ট অফিসের সমস্ত ধরনের পরিষেবা নিয়ে একটি মেলার আয়োজন করা হয়েছে। সেখানে নতুন অ্যাকাউন্ট খোলা, আধার সংক্রান্ত সমস্ত কাজ থেকে শুরু করে সমস্ত পরিষেবা পাবে সাধারণ মানুষ। এছাড়া পোষ্ট অফিসের কাজ সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধানে তিনি সচেষ্ট হবেন বলে জানান। বহু ক্ষেত্রে সাধারণ মানুষের অভিযোগ থাকে, পোষ্ট অফিসের ইন্টারনেট সংক্রান্ত গন্ডগোলের জেরে পরিষেবা পাচ্ছেন না মানুষ। সেই বিষয়টি নিয়েও নজর দেওয়া হবে বলে জানান তিনি।