জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৫ ফেব্রুয়ারি: শুক্রবার মেদিনীপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে সাংগঠনিক সম্মেলন করল মেদিনীপুর শহর মহিলা কংগ্রেস। এদিন সন্ধ্যায় মেদিনীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডে এই সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রায় পাঁচশো মহিলা কর্মী অংশগ্রহণ করেন। সম্মেলনের মূল বিষয় ছিল মহিলা কর্মীদের মনোবল বাড়ানোর পাশাপাশি বিজেপির কালা আইনের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরা। মহিলা তৃণমূল কংগ্রেসের সম্মেলনে উপস্থিত ছিলেন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব শহর তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি মৌ রায় সহ ৯ নং ওয়ার্ডের সভাপতি সৌরভ বসু এবং ওয়ার্ডের যুব সভাপতি অনুপ সাউ।