সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৩ মে: লকডাউনের প্রথম থেকেই পুরুলিয়া শহরের বিভিন্ন এলাকায় গিয়ে খাদ্য সামগ্রী, মাস্ক, স্যানিটাইজার বিতরণ ও বাসিন্দাদের সচেতন করে তুলছেন সুচেতনা নামে একটি সংস্থার সদস্যরা। সাধারণ গৃহবধূদের গঠিত একটি সংস্থা সুচেতনা। সদস্যাদের কেউ উপার্জনশীল, কেউ বা শুধুই সংসার সামলান। লকডাউনে দুর্গতদের পাশে দাঁড়ালেন সেই সব সাধারণ গৃহবধূরা।
করোনা আবহে কর্মরত সমাজের মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে মিষ্টি, জল ও মাস্ক স্যানিটাইজার তুলে দিচ্ছেন গৃহবধূদের গঠিত এই স্বেচ্ছাসেবি সংস্থাটি। এবার পুরুলিয়া শহরের রাঁচি রোডে অবস্থিত একটি রাষ্ট্রায়ত্ব ব্যাংকের কর্মরত কর্মীদের মিষ্টি ও জল দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন সংস্থার সদস্যারা। ব্যাংকের কর্মীরা অভিভূত হয়ে সংস্থার সদস্যাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শুভেচ্ছা জানান।