স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৫ মার্চ: আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রায়গঞ্জে অনুষ্ঠিত হল ডিওয়াইএফআইয়ের সাংগঠনিক কর্মশালা। এদিনের কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। এদিন শহরের বন্দর এলাকায় অবস্থিত একটি ভবনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। তার আগে শহরে একটি বিক্ষোভ মিছিল করে ডিওয়াইএফআই।
ত্রিপুরার রাজনৈতিক হিংসার বিরুদ্ধে এদিন মিছিল থেকে আওয়াজ তোলা হয়। কর্মশালা শেষে সাংবাদিক বৈঠক করে তৃণমূল ও বিজেপিকে একযোগে আক্রমন করেন মীনাক্ষী মুখার্জি। তিনি বলেন, যত আক্রমন আসুক ডিওয়াইএফআই রাস্তায় দাঁড়িয়ে লড়াই করবে। আসন্ন পঞ্চায়েত নির্বাচন নির্বিঘ্নে হবে কি না সে প্রসঙ্গে পুলিশ ও কমিশনের ভূমিকা নিয়ে সরব হন তিনি। ত্রিপুরার ভোট পরবর্তী রাজনৈতিক হিংসার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতির নজরদারির দাবি তোলেন ডিওয়াইএফআই নেত্রী।