আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৬ নভেম্বর:
উত্তর ২৪ পরগনা জেলার শ্যামনগর, ভাটপাড়া, জগদ্দল, কাঁকিনাড়া অঞ্চলে বনধকে উপেক্ষা করে বেলা বাড়তেই স্বাভাবিক জনজীবনে ফিরল এলাকার বাসিন্দারা। বেলা যত গড়িয়েছে, ততই বনধের বিরোধিতা করে শ্যামনগর, ভাটপাড়া, কাঁকিনাড়া, জগদ্দলের মানুষ রাস্তায় বেরিয়েছে। খুলেছে সব দোকান, বাজার–দেখলে মনেই হবে না এই অঞ্চলে বনধের কোনও প্রভাব পড়েছে।
রাস্তায় স্বাভাবিক নিয়মে যান চলাচল করেছে। ভাটপাড়া পুরসভায় কাজ হয়েছে স্বাভাবিক নিয়মে। এলাকার কলকারখানাগুলো সব খোলা ছিল। স্থানীয় বাসিন্দারা বলছেন, সবার আগে জীবিকা, তাই বর্তমান করোনা আনলক পরিস্থিতিতে কাজ না করলে চলবে না। কর্মনাশা বনধ করে আদতে কোনও সমস্যা মিটবে না। তাই বনধ উপেক্ষা করে উত্তর ২৪ পরগনার ভাটপাড়া, শ্যামনগর, কাঁকিনাড়া, জগদ্দলে জনজীবন স্বাভাবিক রাখল এলাকাবাসী।
তৃণমূল কংগ্রেস পরিচালিত ভাটপাড়া পুরসভার পৌরপ্রশাসক অরুণ বন্দোপাধ্যায় বললেন, “মানুষ বনধকে ব্যর্থ করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনধ সংস্কৃতির বিরোধী। মুখ্যমন্ত্রীর উপর আস্থাশীল এলাকার বাসিন্দারা বাম, কংগ্রেসের ডাকা বনধ ব্যর্থ করেছে। ওরা যে ইস্যুতে আজকে বনধ ডেকেছে, সেই ইস্যুতে আমাদের দলের সাংসদরা দীর্ঘদিন ধরেই পার্লামেন্টে কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করছে।”