অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৩১ আগস্ট: পেট্রোল পাম্প ডিলারদের কমিশন বৃদ্ধি সহ একাধিক দাবিতে রাজ্য জুড়ে মঙ্গলবার যে পেট্রোল পাম্প ধর্মঘট চলছে তাতে সামিল হল গোপীবল্লভপুরের পেট্রোল পাম্পগুলিও। এদিন পেট্রোল পাম্প ধর্মঘটের জেরে সকাল ৬ টা থেকে গোপীবল্লভপুর বাজারের ইন্ডিয়ান অয়েলের পাম্পগুলি বন্ধ। আর সকাল থেকে এলাকার পেট্রোল পাম্প বন্ধ থাকায় অসুবিধায় পড়তে হয় সাধারণ মানুষকে। প্রচুর মানুষ বাইক কিংবা চার চাকার গাড়িতে তেল ভরতে এসে নিরাশ হয়ে ফিরে যান। পাম্প বন্ধের কারণে তেল না পেয়ে কাউকে কাউকে আবার এদিনের জন্য তাঁর গন্তব্যে যাওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়।
এরকম গোপীবল্লভপুরের এক বাসিন্দা এদিন সকালে বেরিয়েছিলেন পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ডের বহড়াগুড়াতে যাবেন বলে। কিন্তু পেট্রোল পাম্পে এসে পেট্রোল না পেয়ে আজকের জন্য বাড়ি ফিরে যান।
উল্লেখ্য, পাম্প মালিকদের কমিশন বৃদ্ধি সহ একাধিক দাবিতে রাজ্যের পেট্রোল পাম্প ডিলার অ্যাসোসিয়েশনের তরফ থেকে সারা রাজ্যজুড়ে পেট্রোল পাম্প ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। জানাগেছে, সারা রাজ্যে প্রায় আড়াই হাজার পেট্রোল পাম্প এদিন ধর্মঘটে সামিল হয়েছে। যার জন্য সর্বত্র সাধারণ মানুষের ভোগান্তি চোখে পড়ছে।