জে মাহাতো, মেদিনীপুর, ৭ নভেম্বর: বিধানসভা নির্বাচনের দামামা বেজে যাওয়ার সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার আটটি ব্লকের বিডিওদের বদলির নির্দেশ এসে পৌঁসেছে নবান্ন থেকেl বৃহস্পতিবার জেলাশাসকের দপ্তরে সেই নির্দেশ এসে পৌঁছানোর পর তা কার্যকর করতে তৎপরতা শুরু হয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, রুটিনমাফিক বিডিওদের এই বদলির নির্দেশ দেওয়া হয়েছেl গত মাসের ছয় এবং সাত তারিখ দুদিনের জঙ্গলমহল সফরে পশ্চিম মেদিনীপুর ও ঝাড় গ্রামে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই ব্লকে যে সমস্ত বিডিওরা তিন বছর ধরে কাজ করছেন তাঁদের বদলির ইঙ্গিত দিয়েছিলেনl একই সঙ্গে থানার আইসি এবং ওসিদের ক্ষেত্রেও মুখ্যমন্ত্রীর সেরকমই নির্দেশ ছিলl সেইমতো খড়গপুর ও দাঁতনের দুটি করে এবং ঘাটাল, মেদিনীপুর সদর, গড়বেতা- তিন, পিংলা, চন্দ্রকোনা এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকদের বদলির নির্দেশ এসে পৌঁছেছেl
নির্দেশিকা অনুযায়ী মেদিনীপুর সদরের বিডিও ফারহানা খানম হাওড়ার শ্যামপুর দু’নম্বর ব্লকে, খড়্গপুর- দুইয়ের বিডিও আলি মোহাম্মদ ওয়ালিউল্লাহ বর্ধমানের মেমারি এক নম্বর ব্লকে, দাঁতন এক নম্বর ব্লকের বিডিও অনিরুদ্ধ ঘোষ পুরুলিয়া এক নম্বর ব্লকে, দাঁতন – দুই নম্বর ব্লকের বিডিও দীপান্বিতা পাত্র পূর্ব বর্ধমানের রায়না দু’নম্বর ব্লকে, চন্দ্রকোনা – এক নম্বর ব্লকের বিডিও অভিষেক মিত্র পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের, ঘাটালের বিডিও অরিন্দম দাশগুপ্ত দক্ষিণ দিনাজপুরের বিএমডিসি পদে, গড়বেতা- তিন নম্বর বিডিও অভিজিৎ চৌধুরী, উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুর এলাকার বিএমডিসি এবং পিংলার বিডিও শঙ্খ ঘটক পুরুলিয়ার আড়ষা ব্লকের বিডিও হচ্ছেন বলে রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে।