কোলাঘাটের দেহাটি খালের অবৈধ নির্মাণ সাত দিনের মধ্যে ভেঙ্গে ফেলার নির্দেশ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৯ ডিসেম্বর: কোলাঘাটের নিকাশী দেহাটি খালের বরদাবাড়- দেউলিয়ার মধ্যবর্তী সন্দীপা হোটেল সংলগ্ন স্থানে এক ব্যক্তি খালের ভেতরে বেআইনি পাকা কাঠামো তৈরি করছে, যা জল নিকাশীতে ভীষণভাবে বাধাসৃষ্টি করবে বলে এলাকার বাসিন্দাদের অভিযোগ। অবিলম্বে ওই অবৈধ নির্মাণ বন্ধ সহ ঐ কাঠামো ভেঙ্গে ফেলার দাবিতে কৃষক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সেচ ও প্রশাসন দপ্তরের সমস্ত আধিকারিকদের কাছে স্মারকলিপি দেওয়া হলো। সেচ দপ্তরের পাঁশকুড়া-১ সাব ডিভিশনের এসডিও নাজেশ আফরোজ গত ২৬ ডিসেম্বর ওই অবৈধ নির্মাণকারী কালিপদ মন্ডলকে চিঠি দিয়ে ওই নির্মাণ ৭ দিনের মধ্যে ভেঙ্গে নেওয়ার নির্দেশ দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, ঐ নির্দিষ্ট সময়ের মধ্যে বেআইনি কাঠামো সরিয়ে নেওয়া না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কৃষক সংগ্রাম পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, দেহাটি নিকাশী খাল দিয়ে কোলাঘাট ও পাঁশকুড়া ব্লকের প্রায় শতাধিক মৌজার জলসেচ ও জলনিকাশী হয়ে থাকে। গুরুত্বপূর্ণ ঐ খালের জলস্রোত আটকে ওই অবৈধ কাঠামো তৈরি হলে এলাকার বাসিন্দাদের জলযন্ত্রনা বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *