সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২ মার্চ: পুর নির্বাচনে সবুজ ঝড়ে কুপোকাত বিরোধী শিবির। জেলার তিনটি পুরসভা তৃণমূলের দখলেই শুধু নয় -বাঁকুড়া পুরসভা কার্যত বিরোধী শূন্যই বলা চলে। কেন না ২৪ আসনের এই পুরসভায় তৃণমূল ২১ টি ও ৩ টিতে নির্দল প্রার্থীরা জয়লাভ করেছে। আপাতদৃষ্টিতে নির্দল তিনজনের দুজন বিক্ষুব্ধ তৃনমূল, অপরজন বিগত বোর্ডে তৃণমূলের পক্ষেই ছিলেন।
বাঁকুড়া পুরসভায় নজরকাড়া আসনগুলির মধ্যে ৭নং ওয়ার্ডে বিগত তৃণমূল বোর্ডের ভাইস চেয়ারম্যান তথা তৃণমূলের জেলা মুখপাত্র দিলীপ আগরওয়াল টিকিট না পেয়ে নির্দল প্রতীকে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করেন।এজন্য তৃণমূল তাকে দল থেকে বহিষ্কার করে। অনড় দিলীপবাবু সরে না দাঁড়িয়ে লড়াই করে জয় ছিনিয়ে নিয়েছেন।
অপরদিকে ১৮ নং ওয়ার্ডে বিদায়ী কাউন্সিলর অনন্যা রায়ও দলীয় টিকিট না পেয়ে দলের অফিসিয়াল প্রার্থীর বিরূদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করেন। তাকেও দল থেকে বহিষ্কার করা হয়। তিনিও দলীয় প্রার্থী কাকলি দত্তকে ১৬২৫ ভোটের ব্যবধানে পরাজিত করে দৃষ্টান্ত স্হাপন করেছেন।এছাড়া ১নং ওয়ার্ডে দীর্ঘদিনের কাউন্সিলর দেবাশীষ লাহা এবারেও বিজয়ী হয়েছেন। বাঁকুড়া পুরসভায় সিপিএম ও বিজেপি দুই দলই ধরাশয়ী। বিগত বোর্ডে সিপিএমের চার ও বিজেপির দু’জন কাউন্সিলর নির্বাচিত হলেও এবার তাদের শূণ্য হাতেই ফিরতে হয়েছে।
বিগত নির্বাচনে ১৬নং ওয়ার্ডে বিজেপির নিলাদ্রী দানা বিজয়ী হন, তারপর বিধানসভা নির্বাচনে বাকুড়া সদর কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হন। এহেন নিলাদ্রী বাবুকে দল এবারেও মনোনয়ন দিলেও তিনি রাজি হননি। এই আসনটি বিজেপির হাতছাড়া হয়।অপরদিকে গতবারের বিজেপির অপর আসন ২৪নং ওয়ার্ডে বিজেপির কাউন্সিলর লক্ষ্মী মালকে প্রার্থী করলেও তিনি ১৭০০ এর বেশী ভোটে পরাজিত হয়েছেন। বাঁকুড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শম্পা দরিপা, পৌরপ্রশাসক অলকা সেন মজুমদার, বিগত বোর্ডের তিন সিআইসি রেখা দাস রজক, শেখ আজিজুল রহমান ও অভিজিৎ দত্ত এবারেও জয়ী হয়েছেন।এছাড়াও প্রাক্তন কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তী, হীরালাল চট্টরাজ এবারেও বিজয়ী হয়েছেন।
বাঁকুড়া পুরসভায় বিরোধী সিপিএম ও বিজেপি নিশ্চিহ্ন হলেও জেলার অপর দুই পৌরসভায় কোনও প্রকারে মান রক্ষা হয়েছে। ১৯ আসনের বিষ্ণুপুর পৌরসভা তৃণমূলের দখলে গেলেও বিজেপি দুটি আসন, কংগ্রেস একটি আসন ও নির্দল ৩ জন প্রার্থী জয়ী হয়েছেন। বাকি ১৩টি আসন তৃণমূলের দখলে। সোনামুখী পৌরসভায় ১৫টি আসনের মধ্যে বিজেপি কোনও আসন না পেলেও সিপিএম দুটি আসনে ও নির্দল চারটি আসন দখল করেছে।